মুসলিমরা ক্ষুদ্র সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে অবস্থানকারী এক উম্মাহর সদস্য। যেকোনো ইস্যুতে ঐক্যবদ্ধ আদর্শিক চেতনায় উজ্জীবিত এক বিশ্ব নাগরিক তারা। কিন্তু নির্বিশেষে সবখানে কি অর্থনীতি, কি সমাজনীতি, কি রাজনীতি, কি জ্ঞান-গরিমায় সবখানেই যেন তারা আজ একবারেই অভিভাবকহীন। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জাতি গোষ্ঠী হলেও মুসলিমরা যেন প্রলঙ্করী ঝড়ো হাওয়ার পরের ছিন্ন পাতার মতো ইতঃস্তত বিক্ষিপ্ত। প্রত্যেকেই যেন বৃন্তচ্যুত পাপড়ির মতো মর্যাদাহীন ও অবহেলিত। সমকালীন বাস্তবতায় উম্মাহ কিংবা জাতীয় চেতনা দূরের কথা, ছোট্ট একটি প্রতিষ্ঠান পরিবার যার সদস্যরাও পর্যন্ত নিজেরা মিলেমিশে থাকতে পারছে না। সেখানে এ কথা মেনে নিতে কোনো সমস্যা নেই যে, সকল ভেদাভেদ ভুলে উম্মাহর জন্য কাক্সিক্ষত ঐক্যবদ্ধ জীবনচেতনার জাগরণই আজকে আমাদের অন্যতম প্রধান কাজ। ঐক্যের অপরিহার্যতাকে শুধু মুখে বলা নয়, বরং ব্যক্তি ও সমাজের অনেক গভীরে যেতে হবে- এ কর্মসূচি নিয়ে। এটিকে বিশ্বাস ও চেতনার রাজ্য থেকে দৈনন্দিন চিন্তা ও কর্মপ্রবাহে নিতে হবে। অগ্রাধিকার প্রাপ্ত শিক্ষা ও সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
এমনতর ঐক্য ভাবনাকে উপজিব্য করে লেখকের বিভিন্ন সময়ে লেখা বেশ কয়েকটি প্রবন্ধের সংকলন মূলত এ পুস্তিকাটি যা সময়ের নিরিখে পরিমার্জন ও পুনর্বর্ধন করা হয়েছে। পুস্তিকাটি মুসলিম উম্মাহ’র ঐক্য ভাবনাকে এগিয়ে নিতে পাঠকবৃন্দকে অনুপ্রাণিত করবে আশা করা যায়।
Dr. Meer Monjur Mahmood
Professor of Islamic Studies (Adjunct)
Manarat International University (MIU)
Copyright © 2024. All rights reserved. Developed by SolveEz